গ্রেপ্তার সিএনজি চালকের নাম মো. আব্দুল আলী। সে ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী নগরীর বহদ্দারহাট ও আশেপাশের এলাকায় ফুটপাতে ভিক্ষা করতেন। রাত সাড়ে ১১ টায় তাকে তুলে নিয়ে সিএনজি চালক নুরু কোম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় নিয়ে যায়। খবর পেয়ে অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই ভিক্ষুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।