মৌলভীবাজারে বিদেশি সিগারেটসহ আটক ২

মৌলভীবাজারে অবৈধ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আটক ২ | এখন
0

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ মার্চ) কমলগঞ্জ থানা পুলিশ এই তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার কদমহাটা গ্রামের জুবায়ের আহমেদ টিটু (২৮) ও আধপাশা গ্রামের শংকর দেব (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে কমলগঞ্জ থানা এলাকার শমসেরনগর এয়ারপোর্ট রোডের রাজমহল মিষ্টির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি মন্ড (MOND) ব্র‍্যান্ডের ১০ হাজার শলাকা সিগারেট এবং একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ভারত সীমান্ত থেকে চোরা চালানের মাধ্যমে বিদেশি সিগারেট এনে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলেও জানান তিনি।

এই ঘটনায় আটককৃত দুই জন ও পলাতক দুইজনসহ চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইএ