আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নারায়ণ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৪২ লাখ ১১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
তার স্ত্রী ঊষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এ সম্পদ তারা নিজেদের দখলে রেখে দুর্নীতি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইকবাল কবির, অধ্যাপক সাত্তার ও অধ্যাপক ফেরদৌসী আক্তারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে।