মামলার এজহারে বলা হয়, গেলো ১৭ ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্মকে নিয়ে অশালীন মন্তব্য করেন রাখাল রাহা। পরে বিরূপ নিন্দার সম্মুখীন হয়ে তা সরিয়ে নেন। এ বিষয়ে দেশজুড়ে নানা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে সোমবার সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়। মামলার বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ ২২ মে ধার্য করা হয়েছে।