আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার মাদক সেবন করে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করেছেন তার বাসার এক গৃহকর্মী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলা করেন পিংকি আক্তার নামের ওই নারী। পরীমনির হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে গত ৪ এপ্রিল তিনি থানায় গিয়েছিলেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে'র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
পিংকি আক্তার নেত্রকোণা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ভাটারা থানায় গিয়ে পিংকি অভিযোগ করেন, বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি তাকে মারধর করেছেন।