আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে, মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে।
আজকের রায়ের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ জানান, সুপ্রিম কোর্টের আদেশের ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে সরকারের আইনগত কোনো বাধা থাকলো না।