চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল বিভাগে খালেদা জিয়ার খালাসের রায় বহাল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া | এখন টিভি
0

জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ (সোমবার, ৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদেশের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন তিনি পুরস্কারপ্রাপ্ত হয়েছেন বলে মন্তব্য করেন।

এ মামলায় ৩৩ জন সাক্ষী কেউ সাক্ষ্য প্রমাণ করতে পারেনি বলেও জানান আইনজীবীরা।

এর আগে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

গত ২৭ ফেব্রুয়ারি এই আপিলের শুনানীর জন্য ২ মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন­— খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এসএস