এর আগে এই মামলায় ২০২১ সালে বিএনপির এই নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়ে। গত বছরের ২৭ আগস্ট এ মামলায় জামিনে পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপির এই নেতা জড়িত ছিলেন না। ঘটনার এক যুগ করে শুধু দুইটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন।'
আসামিরাও ন্যায় বিচার পাবেন বলেন প্রত্যাশার কথা জানান আইনজীবী।