'দুটি গুলির খোসা দেখিয়ে মামলা দিয়ে ১০ বছরের সাজা দেয়া হয়েছিল বিএনপি নেতা হাবিবকে'

অপরাধ ও আদালত
0

সাতক্ষীরায় ২০০২ তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী নেতৃত্বে দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে এই মামলায় ২০২১ সালে বিএনপির এই নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়ে। গত বছরের ২৭ আগস্ট এ মামলায় জামিনে পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, 'শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপির এই নেতা জড়িত ছিলেন না। ঘটনার এক যুগ করে শুধু দুইটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন।'

আসামিরাও ন্যায় বিচার পাবেন বলেন প্রত্যাশার কথা জানান আইনজীবী।

এসএস

BREAKING
NEWS
2