কিশোরগঞ্জে কৃষক মনির হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

0

জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছিল। প্রাণ হারান কৃষক মনির মিয়া। সেই হত্যার বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালতের রায়ে দোষীদের শাস্তি নিশ্চিত হলো। কিশোরগঞ্জের করিমগঞ্জে ঘটে যাওয়া আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের কৃষক মনির মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ও অন্যান্য আত্মীয়দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। প্রায়ই এ নিয়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটত।

২০২০ সালের ১০ এপ্রিল বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। একপর্যায়ে ১৪-১৫ জনের একটি দল মনির মিয়া ও তার সহযোগীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলে পড়ে। রক্তাক্ত হন মনিরসহ আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় মনিরকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল তার মৃত্যু হয়। নিহত মনির মিয়া ছিলেন মৃত মো. গনি মিয়ার ছেলে।

মনিরের ছোট ভাই আইন উদ্দিন ওই রাতেই করিমগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রায় চার বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার পর আজ আদালত এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, 'দোষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাই আদালত তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।'

একই পরিবারের সদস্যদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে এমন নৃশংস হত্যাকাণ্ড এলাকায় আলোড়ন তোলে। হত্যার পর থেকেই বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে ছিল মনিরের পরিবার ও স্থানীয়রা।

রায় ঘোষণার পর মনিরের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে।

এ রায়ের মাধ্যমে কিশোরগঞ্জের আলোচিত এক হত্যাকাণ্ডের বিচারিক নিষ্পত্তি ঘটল। তবে এ ধরনের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্ঠুর পরিণতি যেন আর না হয়, সে আশাই করছেন স্থানীয়রা।

ইএ

শিরোনাম
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি