আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল ওহাব এ আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড এবং একই থানার ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ, সাবেক এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জুলাই আগস্টে হওয়া সংগঠিত হত্যা মামলায় এ আদেশ দিয়েছেন আদালত।