আশুলিয়ায় ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত, প্রতিবাদে কারখানায় বিক্ষোভ

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

ঢাকার আশুলিয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রাতে উপজেলার বাড়ইপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের সহকর্মীরা জানান, তানজিলা টেক্সটাইল লিমিটেডের এক নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সকালে এ ঘটনার প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে জড়িতদের শাস্তির দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করেন।

এএম