আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
যাদের হাজির করা হয়েছে- সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এছাড়া সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেউ হাজির করা হয়েচে ট্রাইব্যুনালে।
তাদেরকে এর আগে একাধিকবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছাড়াও গুমের অভিযোগে মামলা হয়েছে।