সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দেশে এখন
অপরাধ ও আদালত
0

প্রায় ১০ কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন করায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগও তাদের বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকারের কুমিল্লা ১১ আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হক তার ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন।

এছাড়াও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা মুজিবুল হকের ক্ষমতা অপব্যবহার করে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জন করে।

এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শেষে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান শেষেই সংস্থাটি মামলা দায়ের করেছে।’

ইএ