আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদের তালিকাসহ অডিও, ভিডিও, পত্রিকার কপি এবং ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপির একটি প্রতিনিধি দল।
যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামির পাশাপাশি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ শতাধিক আসামি করা হয়।
এসময় ন্যায় বিচার দাবি করেন বিএনপি নেতারা। তারা বলেন, 'মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। খুনিদের বিচার প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে বিএনপি।'
এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করে প্রতিনিধি দল। চিঠিতে, মামলার অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়।