'অপারেশন ডেভিল হান্ট'-এ গাজীপুরে ১৯৩ জনকে আটক

0

'অপারেশন ডেভিল হান্ট'-এ এখন পর্যন্ত গাজীপুরে ১৯৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে শুধু রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সকাল পর্যন্ত আটক করা হয়েছে ১১১ জনকে।

রোববার রাত থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটটি থানায় ৭৯ জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। একই সময়ে ৩২ আওয়ামী লীগ নেতাকে আটক করে জেলা পুলিশ।

এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুরে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় চয়ন ইসলামকে শ্রীপুর থানায় নেয়া হয়।

এছাড়া রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সিলেটে অভিযান চালিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাশকে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

এসএস