পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পরিবারের সদস্যদের নিয়ে তেলিহাটি ইউনিয়নের একটি বাড়িতে দুই মাস ধরে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।
এমন খবরে ওই বাসায় অভিযান চালালে পুলিশের কাছে নিজের পরিচয় গোপন করে চয়ন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত শেষে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নেয়া হয়।
এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা চয়ন ইসলামের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।