শ্রীপুরে চার উদ্যোক্তার ব্যতিক্রমী মিশ্র ফল বাগান
সারি সারি গাছে ধরেছে কাঁচা-পাকা কমলা। কৃষির প্রতি ভালোলাগা থেকে গাজীপুরের শ্রীপুরে এমনই এক ব্যতিক্রমী মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন চার উদ্যোক্তা। এ বছর বাগানটিতে দার্জিলিং ও চায়না ম্যান্ডারিন জাতের কমলার বাম্পার ফলন হয়েছে। উদ্যোক্তারা জানান, চলতি মৌসুমে ফলবাগানটিতে শুরু হয়েছে ‘কৃষি পর্যটন’।