আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, 'শেখ আব্দুল হাই বাচ্চু তার স্ত্রী ও সন্তানরা বিদেশি দুটি ব্যাংকের মাধ্যমে কানাডায় অর্থ পাচার করেছে বলে তথ্য পেয়েছে দুদক।'
১০ থেকে ১২ টি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে উল্লেখ করে মহাপরিচালক জানান, অর্থ ফেরত আনতে অনুসন্ধানী দল কাজ করছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে আশাবাদী দুদক।
রোববার বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও স্বর্ণালঙ্কারের খোঁজে অভিযানের পাশাপাশি ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্যবই ছাপানোর কাজ দেয়ার অভিযোগের সত্যতা খুঁজতে এনসিটিবিতেও অভিযান চলছে বলে জানান আক্তার হোসেন।