জুলাই গণহত্যার মামলায় ২ পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অপরাধ ও আদালত
0

চলতি মাসের মধ্যে জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে, জুলাই আগস্টে চারটি গণহত্যা মামলায় আরো ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীর প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই-আগস্টের অভ্যুত্থানে চারপাশে যখন মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পরে হৃদয়বিদারক এই ঘটনার ছবি।

সেই ঘটনায় গ্রেপ্তার এসআই চঞ্চল চন্দ্র সরকারের পর আরো দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে মহাখালী ও উত্তরায় গণহত্যার ঘটনায় ৩টি আলাদা মামলায় ৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

চাঁনখারপুলের আলোচিত এপিবিএন সদস্য সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইলে ১২ ফেব্রুয়ারি একদিনের জন্য অনুমতি দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেপ্তার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।

এসময়, ট্রাইব্যুনাল জানতে চান, তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া সম্ভব হবে। প্রসিকিউটররা বলেন, চলতি মাসের মধ্যেই দুই-তিনটি প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হতে পারে।

ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তার আছে ৩৫ জন। অভিযুক্তদের মধ্যে ৫২ জন সিভিলিয়ান, ৯ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এদিকে, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গুলশান থানার ফাহিম হোসেন জুবায়ের হত্যাচেষ্টার মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত।

এএম