আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে আজ সকালে তলবে হাজির হন পুলিশ কর্মকর্তা সাহিদুল বিশ্বাস।
গত ২ ফেব্রুয়ারি তাকে তলব করেন হাইকোর্ট। ২০২০ সালের ১০ ডিসেম্বর কলেজ ফুটবল প্রীতি টুর্নামেন্টের বিরোধের জের ধরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার দায়ে একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিরা সবাই সিটি কলেজের ছাত্র। ২০১৪ সালের ৯ জুন পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় আয়াজকে।