এর আগে, গেল বছরের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের তাড়াশে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ ৯৯ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান।
আব্দুল আজিজ একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালকও।