তিতাসের অভিযানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা জরিমানা

.
অপরাধ ও আদালত
0

চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন আবিবি-রুপগঞ্জের সার্বিক সহযোগিতায় রূপগঞ্জের রুপসি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) এই অভিযানে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে চারটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট 'কাবাব ঘর রেস্টুরেন্ট'-এর মালিককে ২০ হাজার টাকা এবং 'নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড'-এর মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৫০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানানো হয়।

এ সময় ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট এবং তিন ও চার ইঞ্চি ডায়া বিশিষ্ট ১৫০ ফুট পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেন।

গত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৭২টি শিল্প, ৯৮টি বাণিজ্যিক ও ২২,৩১২টি আবাসিকসহ মোট ২২ হাজার ৫৮২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫০হাজার ৩০৫টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানগুলোতে ১১০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

এসএস