রাজধানীতে র‌্যাব-১১ এর অভিযান, বিদেশি পিস্তল-গুলি ও বোমা উদ্ধার

র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি
র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের র‌্যাব-১১ এর অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে এ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে র‌্যাব-১১ এর সিপিএসপি কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক অভিযান পরিচালনা করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন, চার রাউন্ড গুলি, পাঁচটি ককটেল এবং পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ সম্প্রতি নারায়ণগঞ্জ এবং ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ অভিযুক্তদেরকে গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিশেষত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসব অভিযান আরও জোরদার করা হয়েছে।

এএইচ