মানিকগঞ্জে পৃথক অভিযানে চার ইটভাটাকে জরিমানা

0

মানিকগঞ্জের হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় আলাদা অভিযান চালিয়ে অবৈধ চার ইটভাটাকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আহসান উল হক।

অভিযানে সাটুরিয়া উপজেলার মেসার্স ফৌজিয়া ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকসকে ৭০ হাজার টাকা করে এক লাখ ৪০ হাজার টাকা এবং অপর অভিযানে হরিরামপুর উপজেলার মেসার্স সততা ব্রিকস ও মেসার্স স্বাধীন ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মো. আহসান উল হক বলেন, 'ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আজ বিকালে হরিরামপুর উপজেলার মেসার্স সততা ব্রিকস ও মেসার্স স্বাধীন ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।'

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, 'সাটুরিয়ায় অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে উপজেলার দু'টি ইটভাটাকে ৭০ হাজার করে মোট এক লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।'

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এসএস