'আসামি ধরতে বাহিনীর গড়িমসি কেন, আমরা তামাশা দেখতে বসিনি'

প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

অপরাধ ও আদালত
0

গণহত্যার আসামি ধরতে সংশ্লিষ্ট বাহিনীর গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার। তিনি জানান, প্রয়োজনে জবাবদিহি করতে হবে পুলিশের শীর্ষ কর্তাদেরও। এ পর্যন্ত শতাধিক পরোয়ার বিপরীতে গ্রেপ্তার হয়েছে মাত্র ৩৫ জন। এছাড়া যাত্রাবাড়ি থানার দুই পুলিশের বিরুদ্ধে ৬ এপ্রিল প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) আদালত।

'স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁজরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই।'

তিনি প্রশ্ন করেন, 'একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার?'

জুলাই আগস্ট গণআন্দোলনে শহীদ তাইমের উপপরিদর্শক বাবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে করা এই ফোনালাপ কাঁদিয়েছিল অনেককে। আজ এই ঘটনাসহ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। যদিও মামলায় পরোয়ানাভুক্ত আরো চার আসামি এখনো পলাতক।

এসময় একজন প্রসিকিউটর আদালতকে জানান, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ। এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, একশ' এরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মাত্র ৩৫ জন।

শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে জানান, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। সেসময় চেয়ারম্যান জানান, তারা তামাশা দেখতে বসেননি। আইজিপি-ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ঝাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলুপ আটেন প্রসিকিউটররা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, 'ইনভেস্টিকেশনের বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো ওপেনলি বলার প্রয়োজনিয়তা আছে বলে আমি মনে করি না।'

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে রিকশায় করে নেয়ার দৃশ্য দেখেছে সবাই। এই ঘটনায় এদিন তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল।

এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি,জব্দ,নথি যাচাই করার করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এসএস