আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) রাতে এমন তথ্য নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)।
পুলিশের তথ্যমতে, গতকাল (সোমবার, ২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে।
তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টারি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্ত তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতির তথ্য প্রমাণ পায় ওই কর্মকর্তা ও কর্মচারীর।
পরে ঘটনার তদন্তকারী ওই কর্মকর্তা জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে আটক করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, 'দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মূলত সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।'