এছাড়া হাজারীবাগ, ধানমন্ডি ও মিরপুর মডেল থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও জুয়েল রানাকে।
আজ (বুধবার, ২২ জানুয়ারি) সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আদালত।