পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে আজ (মঙ্গলবার, ২১ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম।
গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধানসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।