নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গতকাল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ শিশিরকে গ্রেপ্তার করে নরসিংদী ডিবি পুলিশের কাছে হস্তান্তর করলে, আজ ডিবি পুলিশ তাকে নরসিংদী আদালতে হাজির করে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতে নথি আনয়ন সাপেক্ষে পরবর্তীতে শোনানি করা হবে বলে জানানো হয়।
এদিকে, রোববার সকাল সাড়ে ১০ টায় পুলিশি নিরাপত্তায় তাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুপুরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।