আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।
আসামীদের কেউই দোষী প্রমাণিত হয় নি বলে জানায় হাইকোর্ট। রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘এ রায় আসামিদের ক্ষুণ্ণ হওয়া সম্মান ফিরিয়ে দেবে, তারা নির্দোষ হবেন।
রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন আইনজীবীরা। তারা জানান, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আজ মনে হয়েছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছেন।
এসময় বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘তারেক রহমানসহ যারা আপিল করতে পারেননি তাদেরও খালাস দিয়েছে আদালত।’
আরেক আইনজীবী কায়সার কামাল বলেন, ‘এই মামলা ছিল রাজনৈতিক প্রতিহিংসার, বেগম জিয়ার ওপর শেখ হাসিনা ওয়াজেদের জিঘাংসা চরিতার্থ করার মামলা।’