আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন কারাগারে রাখার আবেদন করেন। কিন্তু আসামি পক্ষের কোনো আইনজীবী জামিন আবেদন করেন নি। পরে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী জারি করা হয়।
তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে অর্থাৎ গত ২৫ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।
আমি গ্রেপ্তারকৃত আসামির জামিনের জোর আপত্তি জানাচ্ছি। জামিন মঞ্জুর করা হলে আসামি আত্মগোপন করতে পারে এবং সাক্ষী ও তদন্ত কাজকে প্রভাবিত করতে পারে।