অপরাধ ও আদালত
0

রাজউক থেকে প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা

ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে পূর্বাচলে প্লট গ্রহণ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ও তার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে আলাদা আলাদা তিন মামলা করেছে দুদক।

আর অবৈধ প্রভাব খাটানোর অভিযোগে শেখ হাসিনাকে মামলার আসামি করা হয়েছে। এসব মামলা অনৈতিক সুবিধা দেয়ার ঘটনায় আসামি হয়েছে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গতকাল (রোববার, ১২ জানুয়ারি) শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিরুদ্ধে অবৈধভাবে পূর্বাচলে ১০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে তাকেসহ ১৬ জনকে আসামি করে মামলা করে সংস্থাটি।

গত ২৬ ডিসেম্বর পূর্বাচলে ১০ কাঠা করে শেখ পরিবারের ৬ জন ৬০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।

রাজধানীতে কারো না‌মে বা‌ড়ি বা প্লট থাক‌লে তি‌নি রাজউকের প্লট পাবার কথা নয়। কিন্তু অভিযুক্তদের নামে রাজধানীতে একাধিক সম্পদ রয়েছে।

ইএ