অপরাধ ও আদালত
0

বিএনপি নেতাদের ক্রসফায়ার ও গুমের অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন

বিএনপি নেতা সালাহ উদ্দিন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২২৭৬ জন ক্রসফায়ারে হত্যাসহ গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) বিএনপির একটি প্রতিনিধি দল সকালে ট্রাইব্যুনালে প্রধান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন।

গুমের তালিকায় বিএনপি সালাহউদ্দিন আহমেদ, যুবদল, ছাত্রদলের নেতাসহ ১৫৩ কর্মীদের নাম রয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে।

তদন্ত করে আরো ব্যক্তিকে আসামি করা হবে। বিএনপির নেতা কর্মীদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচারের জন্য এই অভিযোগ করা হয়েছে।

ইএ