শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে চাঁদপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় প্রাইভেট কার ও বাস সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারের থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত কোন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়।