অপরাধ ও আদালত
0

মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু

মুজিব কিল্লা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে অনিয়মের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক মন্ত্রী মুজিবুল হক ও সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও লেনদেনের দায়ে অনুসন্ধান করবে সংস্থাটি।

প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদি পশু রক্ষায় ২০১৮ সালের জুলাইয়ে দেশের ১৬ জেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত হয়। মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ২ হাজার কোটি টাকা। কিন্তু এ কিল্লা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

শুধু মুজিব কেল্লাই নয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে নয়-ছয় হয়েছে প্রায় হাজার কোটি টাকা। সরকারি এসব অর্থের অপচয়ের অভিযোগের ভিত্তিতে সংস্থাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুর‍্যাল সরকারি অর্থ অপচয় ও তসরুপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারসহ অন্যান্যদের বিরুদ্ধে হাজারো কোটি টাকা তছরুপ অভিযোগ আছে।’

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে হয়েছে যে অত্যাধুনিক রেলস্টেশন হয়েছে, সেসবেও হয়েছে দুর্নীতি। প্রায় ১৪২ কোটি টাকা তছরুপের অভিযোগ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে। এছাড়াও টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ১২০ কোটি টাকাই তুলে নিয়েছেন তিনি। স্থগিত তার ব্যাংক হিসাবে এখন আছে মাত্র ১৪ কোটি টাকা। লেনদেন সন্দেহজনক হওয়ায় তার বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংস্থাটি। জানান, বিধি অনুযায়ী অনুসন্ধানের পরপরই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

আক্তার হোসেন আরো বলেন, ‘অভিযুক্ত মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী এমএস প্রোমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন দেখা গেছে।’

সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক শুধাংশ শেখর ভদ্র ও বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করেছে সংস্থাটি।

এএম