আদালত আবেদন গ্রহণ করলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন আদালত।
এর আগে গত ৩ ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছিল।
৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।
এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে প্রেরণ করে আদালত।
আবেদন নামঞ্জুর হলে তার অনুসারীরা ঐদিন সংঘর্ষে জড়ায় এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়।