অপরাধ ও আদালত
0

জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি পিছিয়েছে

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে দেয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে আপিল বিভাগ বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এ নিয়ে জয় বাংলার রায় স্থগিতের আবেদনের শুনানি ৩ দিন পিছিয়েছে।

আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আদালতকে বলেন, 'এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার। সে কারণে এটি যখন আপিল বিভাগের সকল বিচারপতি বসবেন তখনই শোনা হবে।'

এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

ইএ