চিন্ময় দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

0

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী। আজ (রোববার, ৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ মামলা দায়ের করেন ব্যবসায়ী এনামুল হক।

তিনি খাতুনগঞ্জে মসলা ও তেলজাত পণ্যের ডিও ব্যবসা করেন। তিনি একইসাথে হেফাজত ইসলামের একজন সদস্য।

মামলার আইনজীবী এরফানুর রহমান জানান, বাদী গত ২৬ নভেম্বর জমির নামজারীর কাজে চট্টগ্রাম আদালতে এসেছিলেন। সেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর পর ইসকন সমর্থকরা পুরো আদালতে তাণ্ডব ভাঙচুর চালায়।

এ সময় বাদী মসজিদে আসরের নামাজ শেষ করে বেরিয়েছিলেন। ইসকন সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা করে হত্যার চেষ্টা চালায়। হামলায় তার হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

ইএ