অপরাধ ও আদালত
0

আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথর পট্টি এলাকার মৃত ধারীর ছেলে।

ওসি শাহিন মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চন্দনের অবস্থান শনাক্ত করা হয়। চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব এসে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন তিনি। পরিকল্পনা ছিল রাত গভীর হলে ভৈরবের মেথর পট্টিতে শ্বশুরবাড়িতে আশ্রয় নেবেন। সন্ধ্যা থেকে নজরদারি চালিয়ে রাত পৌনে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল মামলার ১ নম্বর আসামি চন্দন। পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে চন্দন পুলিশের জালে ধরা পড়লেন।

ইএ