অপরাধ ও আদালত
0

বিস্ফোরক আইনে করা মামলায় ৪৮ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন

নাশকতার মামলায় বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল (বুধবার, ২৭ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. ইকবাল জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আজ ৪৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পাঁচজনকে জামিন দেয়া হয়েছে। এ মামলায় পর্যায়ক্রমে সব আসামি আদালতে জামিনের আবেদন করবেন।'

আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের নেতাদের আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করা হয়।

আসামিরা জামিন নিতে আদালতে হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এসময় আসামিদের জামিন শুনানির সময় আদালতে উকিলদের মধ্যে হট্টগোল বেধে যায়। একপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হক আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন মঞ্জুর করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ৮০ জনের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। বান্দরবানে আওয়ামী লীগ নেতাদের আসামি করে পাঁচটি মামলা দায়ের করা হয়।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা, প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ-মিছিল
হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা, প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ-মিছিল

সাইফুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী চট্টগ্রাম

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

কামরুলকে ৩ দিন, আনিসুল হকের ৩ ও ফিরোজকে ২ দিনের রিমান্ড

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

ইসকনের বিষয়ে সরকার তথ্য যাচাই-বাছাই করছে: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবীকে হত্যা: নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

কালকের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

পাকিস্তানে বিক্ষোভ: প্রাণ গেছে ৭ জনের

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার