অপরাধ ও আদালত
0

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ও সংসদ সদস্য জ্যাকব

পৃথক দুই হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকালে তাদের ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিন এবং রুপনগর থানার শামিম হাওলাদার হত্যা মামলায় ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হলো।

এএইচ