আজ (বুধবার, ২০ অক্টোবর) সকালে আসামিদের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
পক্ষান্তরে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নয়। তারা কখনও এই এলাকায় আসেনও নাই। শুধুমাত্র হয়রানি করতে তাকে এই মামলার আসামি করা হয়েছে। রিমান্ড আবেদনের বিরোধিতা করেন তারা।
তবে রাষ্ট্র পক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের ৫ ও জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুসহ মোট ৮ জনকে।