আজ (মঙ্গলবার, ১২ নভেম্বর) সকালে ধীরেন্দ্রনাথ শম্ভুকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এসময় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শম্ভু তার নির্বাচনী এলাকায় বিরোধী দলের রাজনীতিবিদদের নানাভাবে অত্যাচার করেছেন। পাশাপাশি ছাত্র জনতা আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছেন। তবে তার পক্ষে আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
এছাড়া এদিন একই মামলায় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে জামির নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।