বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন। এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয় নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, 'সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।'