আজ (শুক্রবার, ৮ নভেম্বর) সকালে রাজধানীর সিএমএম আদালতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়।’
তিনি বলেন, ‘কথিত ওই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন প্রকৃতপক্ষে তিনি আমুর আইনজীবী নন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।’
দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি।