নিহতরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মো. ওয়াহিদ (১৮) ও আব্দুল মজিদের ছেলে মো. হোছন (২৪)।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জিকু জানিয়েছেন, বিকেলে রশিদনগর বাজার থেকে মোটর সাইকেলযোগে নিহত ওয়াহিদ ও হোসেন বাড়ি ফিরছিলেন। সড়কের রেলক্রসিং পার হতে গিয়ে তারা কক্সবাজারমুখী একটি রেলের নিচে চাপা পড়েন। এতে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুই যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
তিনি আরও জানান-রেললাইনের কাজ চলাকালে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত স্থানে দীর্ঘদিনের চলাচলের সড়ক থাকায় একটি রেল গেইট স্থাপনের দাবি জানিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় এ দুর্ঘটনা সংগঠিত হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে ।