অপরাধ ও আদালত
0

সিলেট সীমান্তে চোরাই পণ্যের বড় চালান জব্দ

সিলেটের সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। গতকাল সোমবার (৪ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের রাধানগর ও ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. নূরুল হুদা।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৯০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ১৬২ পিস কাশ্মীরি শাল, ৪১৩টি থ্রি পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, মকমলের সোফার কভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ ১ হাজার ৬৬৯ পিস, জনসন বেবি লোশন ৬১২ পিস, ব্রিকস চকলেট ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট ১৩ হাজার ২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে।

এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, হাফিজুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর