অপরাধ ও আদালত
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব হত্যা মামলায় শেরপুরে গ্রেপ্তার ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও মাহবুব হত্যা মামলায় শেরপুর সদর থানায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মো. মুকুল দফাদার (৫০)। সে এফআইআরভুক্ত আসামী বলে জানা গেছে।

আজ (রোববার, ৩ নভেম্বর) বিকেলে শেরপুর জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা তাকে গ্রেপ্তার করে র‍্যাব। সে শেরপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‍্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী।

র‍্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলে প্রশাসনের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব আলম (২০)।

এরপর ছেলে হত্যা বিচারের দাবিতে গত ৮ আগষ্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে মাহবুবের মা মাফুজা খাতুন। যার মামলা নং -০৮, ধারা- ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা রুজুর পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় শেরপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফআইআরভুক্ত আসামী মুকুল দফাদারকে গ্রেপ্তার করে।

এএইচ