দেশে এখন
অপরাধ ও আদালত
0

গণহত্যার মামলায় ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ সাবেক ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের আগামী ২০ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

আজ (২৭ রোববার, অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির শুনানি শেষে এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। আদালত পর্যালোচনা করে সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদনটি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাদেরকে আগামী ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।

তাজুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৭ জনের সবাই পুলিশ কর্মকর্তা। তারা যেন পালিয়ে যেতে না পারেন, সে কারণে সবার নাম বলা সম্ভব হচ্ছে না। যিনি ১ নম্বরে আছেন তিনি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। তাদের গ্রেপ্তার করে আগামী ২০ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।’

এদিকে এদিন আরো দু’টি আবেদনে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় মন্ত্রীসহ ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আগামী ১৮ নভেম্বর ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে। বাকি ৬ জনকে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

এএম