দেশে এখন
অপরাধ ও আদালত
0

সচিবালয়ে আটক ২৬ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

সরকারি কাজে বাধা, সম্পত্তির ক্ষতি করা ও ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে সচিবালয়ে আটক ও উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ২৬ শিক্ষার্থীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন সিএমএম আদালত। এছাড়াও তাদের কারাগারে প্রেরণের নির্দেশও দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদালত এ রায় দিয়েছেন। এদিন বিকেলে তাদের আদালতে তোলা হয়। এসময় পুলিশের রিমান্ড আবেদনও নামঞ্জুর করে আদালত।

গত বুধবার সচিবালয়ের ভেতরে প্রবেশ করা শিক্ষার্থীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। সেসময় ৫৪ জনকে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়। পরে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিলেও এই ২৬ জনকে আসামি করা হয়।

শিক্ষার্থীদের অভিভাবকরা এই রায়ে খুশি নন। তারা বলেন, সন্তানদের কে বা কারা সচিবালয় এলাকায় সংগঠিত করেছেন তা তারা জানেন না। এসময় আসামি পক্ষের আইনজীবী জানান, তারা এই রায়ে অসন্তুষ্ট এবং উচ্চ আদালতে তাদের জামিন আবেদন করবেন।

এএইচ